বোন অর্পিতা খানকে ১৬ কোটি রুপির বাড়ি উপহার দিলেন সালমান। ২০১৪ সালের ১৮ নভেম্বর এক বন্ধুর পার্টিতে গিয়ে আয়ুষ শর্মার সঙ্গে পরিচয় হয় অর্পিতার। এর পর দুজনে গাঁটছড়া বাঁধেন।
হায়দরাবাদের নিজাম প্যালেসে সালমান খান, আরবাজ খান ও সোহেল খানের হাত ধরে আয়ুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অর্পিতা।
অর্পিতার বিয়ের পর তাকে ১৬ কোটি রুপির একটি রাজকীয় ফ্ল্যাটও উপহার দেন সালমান।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অর্পিতা। ওই ভিডিওতে দেখা যায়, নিজের রাজকীয় অ্যাপার্টমেন্টের বেশ কয়েকটি ছবি তুলে ধরেন অর্পিতা।
সম্প্রতি বোনের বাড়ির গণেশ পুজোয় হাজির হন সালমান। পাশাপাশি অর্পিতা খান শর্মার বাড়ির পুজোয় বান্ধবীকে নিয়ে হাজির হন আরবাজও। দেখা যায় আরবাজের সাবেক স্ত্রী মালাইকাকেও। কিন্তু আরবাজ ও মালাইকা মুখোমুখি হলেও তাদের মধ্যে কোনো কথা হয়নি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur