সারাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে চাঁদপুরেও আগামি ১৬ নভেম্বর ৪ দিনব্যাপি আয়কর মেলা ২০১৯ শুরু হচ্ছে । এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে -‘কর প্রদানে স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ; নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন ।’
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেযর নাছির উদ্দিন আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে আয়োজিত শনিবার বিকেল ৩ টায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এর উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি থাকবেন কুমিল্লার কর কমিশনার এম.এম. ফজলুল হক , বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল ।
চাঁদপুর কর সার্কেল অফিসের দেয়া তথ্য মতে, চাঁদপুর জেলা ৩টি সার্কেলে বিভক্ত। ২০১৯-২০২০ অর্থবছরের চাঁদপুরের কর আদায়ের লক্ষ্যমাত্রা ১৬৩ কোটি ৩৫ লাখ। কর দাতার সংখ্যা ১৭ হাজার ৯ শ ৪৮ জন । এ পর্যন্ত আদায় হয়েছে ৩২ কোটি ৩৫ লাখ টাকা।
এর মধ্যে চাঁদপুর -১৮ এর লক্ষ্যমাত্রা ১১৭ কোটি এবং আয় কর দাতার সংখ্যা ৩ হাজার । এ পর্যন্ত আদায় ১৭ কোটি টাকা । চাঁদপুর -১৯ এর লক্ষ্যমাত্রা ২৪ কোটি ৩৫ লাখ টাকা এবং আয় কর দাতার সংখ্যা ৭ হাজার ৯ শ ৪৮ জন । এ পর্যন্ত আদায় ৩ কোটি ৭৪ লাখ টাকা । চাঁদপুর-২১ এর লক্ষ্যমাত্রা ২২ কোটি এবং আয় কর দাতার সংখ্যা ৭ হাজার । এ পর্যন্ত আদায় ১১ কোটি ৭৯ লাখ টাকা ।
চলতি ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬ শ’ কোটি টাকা এবং আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫ শ’ ৮৮ কোটি ১৬ লাখ টাকা।
প্রসঙ্গত , সপ্তাহব্যাপি এ আয়কর মেলায় ৬০ হাজার রির্টান দাখিল হতে পারে। ঢাকা ও চট্টগ্রামসহ ৮ টি বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬ টি জেলা শহরে ৪ দিন, ৪৮ টি উপজেলায় ২ দিন ও ৮ টি উপজেলা শহরে ১ দিনব্যাপি এ কর মেলা অনুষ্ঠিত হবে।
এবারের আয়কর মেলায় করদাতারা ২০১৯-২০২০ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের ব্যবস্থা রয়েছে। মেলায় ই-পেমেন্টের মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা থাকবে।
২০১৮-২০১৯ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর খাতে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা এবং আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর , সম্পূরক শুল্ক ও রপ্তানি শুল্ক ও টার্নওভার ট্যাক্সসহ ২ লাখ ২৩ হাজার ৮শ’ ৯২ কোটি ৪২ লাখ টাকা আহরিত হয়েছে বলে জানা গেছে ।
২০০৮ সাল থেকে আয়কর দিবস পালন করা হচ্ছে এবং ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান ক্রমেই বেড়ে চলছে।
আবদুল গনি, ১৩ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur