চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমকে সোমবার ৫ অক্টোবর গ্রেফতার করেছে ডিবি পুলিশ রাত দেড়টায় শহরের মাদ্রাসা রোড এলাকার নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করে।
আব্দুর রহিম চাঁদপুর সদর গাছতলা এলাকার মাদ্রাসাতু ইশিয়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসিম উদ্দিন বলেন,‘ভোলার ঘটনা ও জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনায় জামায়াতের আমিরের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে।’
তিনি আরো জানান, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে চাঁদপুর থানায় আগের বিভিন্ন মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ আটক করেছে।
পরিবার সূত্র জানায়, ‘রাতে তাকে ডিবি পুলিশের একটি টিম চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসা থেকে গ্রেফতার করে নিয়ে আসে। তার বিরুদ্ধে দায়ের করা পূর্বের সবক’টি মামলায় তিনি জামিনে রয়েছেন। নতুন করে তাকে মিথ্য মামলায় জড়ানো হয়েছে।’
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, ৫ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur