Home / উপজেলা সংবাদ / কচুয়া / অসহায় নারীর বাড়িতে চালের বস্তা নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান
rice-bag-present-up-chairman

অসহায় নারীর বাড়িতে চালের বস্তা নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান

চাঁদপুরর কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে এক অসহায় নারী কুলছুমা বেগমের বাড়িতে চালের বস্তা ও খাদ্য সামগ্রী নিয়ে রাতে হাজির হলেন ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ।

২ নভেম্বর শনিবার রাতে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন নিজ অর্থায়নে মেঘদাইর প্রধানীয়া বাড়ি প্রয়াত মাওলানা শাহজালাল প্রধানের স্ত্রী কুলছুমা বেগমের অসহায়ত্বের কথা শুনে চাল,ডাল,তৈল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন।

জানা গেছে, মেঘদাইর গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারী দীর্ঘদিন ধরে অসহায় মানবেতর জীবন যাপন করে আসছে। যখন তার খবরাখবর নেয়ার কেউ মনে করেনি এমনি সময় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন মানবতার হাত বাড়িয়ে দেন।

এসময় ইউপি সদস্য আব্দুল মান্নান মনু ,লাকী আক্তার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহজালাল মিয়া,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক অহিদ রাজা,যুবলীগ সদস্য নসু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ৪ নভেম্বর ২০১৯