জহিরুল ইসলাম জয় :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে টানা ৩য় বারের মতো নির্বাচিত হলেন শিল্পপতি ও সমাজসেবক মো.আবু তৈয়ব।
শুক্রবার বিকালে বিদ্যালয়ের হল রুমে নব নির্বাচিত ৪ জন অভিভাবক, মহিলা অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে ১১ জন সদস্য ভোটের মাধ্যমে তৈয়বকে পরবর্তী দু’বছরের জন্য নির্বাচিত করে।
সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা যুবলীগের সদস্য ও ব্যবসায়ী আহসান হাবীব।
নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশ্রাফী।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মহিউদ্দীন।
নব নির্বাচিত সভাপতি আবু তৈয়ব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আগামী ৬ মাসের মধ্যে বিদ্যালয়ের বাকি অবকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন করা হবে। সেই সাথে তিনি শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
শুক্রবার ০৫ জুন ২০১৫ : ১১:২০
চাঁদপুর টাইমস : এবিআর/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur