চাঁদপুর শহরের নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের পালবাজার মুখে একটি কাভার্ডভ্যান ব্রেকফেল করে চারটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সেগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
জানা যায়, সোমবার (১০ ডিসেম্বর) সকালে খুলনা থেকে কাভার্ডভ্যানটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রাকরে। রাত ১১টা ১০ মিনিটে কাভার্ডভ্যানটি চাঁদপুর শহরের নতুনবাজার-পুরাণবাজার সেতুর উপর থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সিএনজি চালিত স্কুটারের ভিতরে থাকা চালক এমরান বেপারী, রাজু মিয়া, মা জুয়েল সর্দার ও মাসুদ গাজী লাফিয়ে পড়ে জীবন রক্ষা করে।
এ ঘটনায় ব্রিজের কাছে থাকা যানবাহনের যাত্রী, ঘটনাস্থলে থাকা অসংখ্য পথচারী ও ব্যবসা প্রতিস্থান অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানান।
এতে স্কুটারগুলোর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্কুটার চালকরা ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চালক শুক্কুর আলী ও হেলপার মিজানুর রহমানকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে কাভার্ডভ্যানটি মালামাল আনলোড করার পর গাড়িটি পুলিশ জব্দ করে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
১১ ডিসেম্বর, ২০১৮