কুমিল্লায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণসভা বৃহষ্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ও সৈয়দ হক স্মরণসভা উদযাপন কমিটি আয়োজিত এ স্মরণসভায় কুমিল্লা জেলাপ্রশাসক মো. আবুল ফজল মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হকের স্ত্রী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক আরশাদ সিদ্দিকী, টোকন ঠাকুর ও নূর কামরুন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন কবি রতন ভৌমিক প্রণয়।
এছাড়াও নাট্যকার শাহজাহান চৌধূরী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবীর রনি, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল অনুষ্ঠানে আবৃত্তি করেন, জহিরুল হক দুলাল, সৈয়দ আহমাদ তারেক, শিল্পী বিপ্লব সাহা, বিজন দাস, মাহমুদ কচি, আহমেদ কবীর, মাহতাব সোহেল, শরীফ আহমেদ অলীসহ কুমিল্লার কবি ও আবৃত্তি শিল্পীগণ সৈয়দ হককে নিবেদন করে কবিতা পাঠ করেন। এর আগে সংগীত পরিবেশন করেন শিল্পী ওমর ফারুক, আরজু ও সৃজা।
কুমিল্লা করেসপন্ডেন্ট, ১১ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur