চাঁদপুর শহরের কালী বাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেটিসি কলোনী এলাকার নব মুসলিম এক যুবককে ১২ পুড়িয়া গাঁজাসহ আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার ৬ অক্টোবর দুপুর ১টার দিকে কালী বাড়ি এলাকার কোর্ট স্টেশন পশ্চিম পাশের প্লাটফর্মের রেল লাইনের ওপর থেকে জেটিসি কুলি বাগানের মৃত মানিক চন্দ্র দে ছেলে মুসলিম ধর্ম গ্রহণকারী রাজিবুল ইসলাম রাজু (২২) কে ১২ পুরিয়া গাঁজা সহ আটক করেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, আটক রাজিবুলের কাছে আরও মাদক ছিল। সে ওইসব মাদক খেয়ে ফেলেছে। তবে তার প্যান্টের পকেট থেকে ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আজিজুন্নাহার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক রাজিবুল ইসলাম রাজুকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করা হয় ।
মাজহারুল ইসলাম অনিক ,৬ অক্টোবর,২০১৯ ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur