Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সংবাদ প্রকাশের পর জামিন পেলেন ফরিদগঞ্জের বয়স্ক সেই মুক্তিযোদ্ধা
freedom-fighter-in-jail

সংবাদ প্রকাশের পর জামিন পেলেন ফরিদগঞ্জের বয়স্ক সেই মুক্তিযোদ্ধা

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সংগঠক, শিক্ষক ও সাবেক জনপ্রতিনিধি রব শেখ অবশেষে জামিনে মুক্তি পেয়েছে। মুক্তিযোদ্ধা রব শেখের মুক্তির খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকায় আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেন ভুঁইয়ার জিম্মায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) চাঁদপুরের আদালত মুক্তিযোদ্ধা রব শেখকে অস্থায়ী জামিন দেয়।

জানা গেছে, জাল জালিয়তির অভিযোগে মাত্র ৯ শতাংশ জায়গা রব শেখ নিজের দখলে রেখেছে। এমন অভিযোগে রব শেখেরই আপন চাচাত ভাই আ্যড শেখ জহিরুল ইসলামের দায়ের করা একটি মামলায় গত ২৩ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা রব শেখের জামিন না মঞ্জুর করে আদালত রব শেখকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

এ নিয়ে চাঁদপুর টাইমসে ‘‘ফরিদগঞ্জে ‘ঠুনকো অভিযোগে’ বৃদ্ধ মুক্তিযোদ্ধা কারাগারে : মুক্তির দাবিতে বিক্ষোভ’’ শিরোনামে
সংবাদ প্রকাশের পর ৮৬ বছরের এই বৃদ্ধ মুক্তিযোদ্ধা রব শেখ ১০দিন কারাগার ভোগ করে অবশেষে অস্থায়ী জামিনে মুক্তি পান।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপাতি , শিক্ষক তার নিজ ইউনিয়নের তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন রব শেখ। বৃদ্ধ বয়সে তারই চাচাত ভাইয়ের দায়ের করা মামলার আসামী হয়ে কারাভোগের বিষয়টি কেউ সহজ ভাবে মেনে নিতে পারেনি।

আগের সংবাদটি দেখুন- ফরিদগঞ্জে ‘ঠুনকো অভিযোগে’ বৃদ্ধ মুক্তিযোদ্ধা কারাগারে : মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক : শিমূল হাছান, ৩ অক্টোবর ২০১৯