বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫ : ১০:৩৮
জিএস ইসলাম :
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভা টুর্নামেন্ট কমিটির আয়োজনে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাবুরহাট প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আক্কাস আলী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এছাড়া বঙ্গমাতা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আক্কাস আলী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হাসান আলী মডেল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ট্রফি তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন হাসান আলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তার, বাবুর হাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, উত্তর শ্রীরামদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান সিদ্দিকি, ৬নং আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি, ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur