বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা মহিলা দল। রোববার ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সমূখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্ব সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন শহর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হিরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা হিরা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার, সাধারন সম্পাদক নাছরিন আক্তারসহ জেলা, শহর, পৌর, সদরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজ আমাদের নেত্রী আমাদের মা জেলে রয়েছেন। তিনি অসুস্থ্য অবস্থায় জেল হাজতে রয়েছেন। তার চিকিৎসার প্রয়োজন। কিন্তু তাকে মুক্তি দেয়া হচ্ছে না। দলের দুঃসময়ে পাশে থাকতে হবে। আমরা বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তি কামনা করছি।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ২২ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur