Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার সেঙ্গুয়া বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যা বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
Mohiuddin Khan Alamgir
ফাইল ছবি।

কচুয়ার সেঙ্গুয়া বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যা বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরের কচুয়া উপজেলার সিঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয় আওয়ামীলীগের সভাপতি প্রত্যাশী মো. ইউনুছ পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন, সিঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এ বিদ্যালয়টি বিগত দিনে শিক্ষা,সাংস্কৃতির পাশাপাশি এলাকার শিশু শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় আমি বিদ্যালয়ের সাথে জড়িতদের আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন, শিক্ষার মূল ভিত্তি হচ্ছে, প্রাথমিক শিক্ষা। তাই এলাকাবাসীর পক্ষ যে দাবী উঠেছে, তারই প্রেক্ষিতে বিদ্যালয়টিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে উপহার স্বরূপ একাডেমিক ভবনসহ অচিরেই মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি আলুচোরা ব্রীজ নির্মান, খাল খনন ও বিদ্যালয়ের সংযোগ রাস্তা করণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি জি.এম আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূইঁয়া প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত উল্যাহ ভূইয়া তুহিন, আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন মুন্সী, দেলোয়ার হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. শহীদ উল্যাহ পাটওয়ারী,সাবেক সাধারন সম্পাদক মো.মামুনুর রহমান ভূইযা, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. বিল্লাল হোসেন পাটওয়ারী,

সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোবারক হোসেন,সাধারন সম্পাদক মোস্তফা কামাল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের জনসমর্থনে এগিয়ে থাকা সভাপতি প্রত্যাশী মো. জামাল হোসেন মোল্লাসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।