চাঁদপুরের ফরিদগঞ্জ চান্দ্রা বাজার হতে ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মো. আমির হোসেন কিরণ মেম্বার(৪৫) কে বুধবার (১৮ সেপ্টেম্বর) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সরে জমিনে জানা যায়, উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আবুল ভূঁইয়ার ছেলে বর্তমান ওয়ার্ড মেম্বার মো. আমির হোসেন কিরণকে ৬শ পিচ ইয়াবা, একটি পাল্সার মটর সাইকেল ও একটি মোবাইলসহ চাঁদ্রা বাজারের চাগলেরহাট থেকে আটক করা হয়েছে।
এবিষয়ে ফরিদগঞ্জ থানা ওসি আব্দুর রকিব জানান, আসামীর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক : শিমূল হাছান, ১৮ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur