‘পুরাতন ব্রহ্মপুত্র,ধরলা,তুলাই ও পূনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’শীর্ষক ৪টি নদীর উন্নয়ন প্রকল্পের আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন বিষয়ে মতবিনিময় সভা এবং ময়মনসিংহ জেলার উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা এক সভা শনিবার (৭ সেপ্টেম্বর) ৯ ঘটিকায় বিভাগীয় কমিশনারের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
সংবাদটি ফেইজবুক স্ট্যাটাস থেকে তথ্য নেয়া হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহে “পুরাতন ব্রহ্মপুত্র,ধরলা,তুলাই ও পূনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার”শীর্ষক প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদ খনন বিষয়ে এক মতবিনিময় এ সভায় ময়মনসিংহ জেলার উন্নয়নমূলক কার্যক্রমও পর্যালোচনা করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক(এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন মো.আবদুস সামাদ সচিব,নৌ-পরিবহন মন্ত্রণালয় ও আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি । সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকতা গণও উপস্থিত ছিলেন।
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৭,২০১৯