চাঁদপুরের কচুয়ায় যুগাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (২৩ আগস্ট) সকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কচুয়া শাখার আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি কচুয়া পৌর ভবনের সামনে প্রধান অতিথি ইউএনও নীলিমা আফরোজ উদ্বোধন করেন।
আনন্দ শোভাযাত্রাটি পৌর বাজারের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে কড়ইয়া হরিমন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি তপেশ পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে,ওসি তদন্ত মোহাম্মদ শাহজাহান কামাল, পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষণ মজুমদার,সাধারণ সম্পাদক বিকাশ সাহা,হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দে,সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার প্রমুখ।
সভাপটি পরিচালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা.মানিক মজুমদার সোহাগ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত নেৃতৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জিসান আহমেদ নান্নু
২৩ আগস্ট ২০১৯
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur