Tuesday, 02 June, 2015 05:38:02 PM
চাঁদপুর টাইমস, নীলফামারী:
নীলফামারী জেলার ডিমলায় তিস্তা নদী থেকে পলিথিনে মোড়ানো ৬ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা দাবী করছে, উজানে ভেসে ভারত থেকে ওই নবজাতকদের মরদেহ বাংলাদেশে প্রবেশে করেছে। মৃত শিশুগুলেঅ সবই ছিল মেয়ে। মঙ্গলবার সকালে এলাকাবাসী পলিথিন ব্যাগে মোড়ানো ৬ নবজাতকের মরদেহ দেখে পুলিশ ও বিজিবিকে সংবাদ দেন। বার্নিরট ক্যাম্প সংলগ্ন উত্তর খড়িবাড়ী গ্রামে নদী থেকে এলাকাবাসী মরদেহগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, পুলিশ খবর পেয়ে লাশ নিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলিথিন ব্যাগ মোড়ানো ছয় ৫/৬ মাস বয়সী মেয়ে নবজাতকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ দুপুর ২ টার দিকে ঘটনাস্থল থেকে লাশগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা পুলিশ লাশের ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো ভারত হতে ঢলে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।