Home / জাতীয় / ‘তিন বছর সাত মাসের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ’

‘তিন বছর সাত মাসের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ’

‎Tuesday, ‎02 ‎June, ‎2015  6:28:19 PM

চাঁদপুর টাইমস, ঢাকা :

আগামী তিন বছর সাত মাসের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষে সরকারের উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশ আর্থিকভাবে স্বচ্ছল হলে শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করা হবে। সেবার মনোভাব নিয়ে জনগণের জন্য কাজ করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শুধু রুটিন কাজ নয় উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের উন্নতি করতে হবে। এ সময় বিএনপি জামায়াত জোটের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে তারা নাশকতা না করলে প্রবৃদ্ধি সাত ভাগে উন্নীত হতো।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না