চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মধ্যবড়কুল এলাকার মোহাম্মদ আলী (৭০) নামে বৃদ্ধা নাতনির বাড়ী থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার পথে বাকিলা এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
শনিবার (১৮ আগস্ট) দিনগত রাতে কুমিল্লা থেকে ঢাকায় নেয়ার পথে মো. আলীর মৃত্যু হয়। তিনি উপজেলার মধ্যবড়কুল মসজিদ বাড়ীর হাসিমের ছেলে।
নিহতের মেয়ের জামাতা জসিম উদ্দিন বলেন, শনিবার সকালে পরিবারের সদস্যরা উপজেলার রাজারগাঁও গ্রামের চৌধুরি বাড়িতে নাতনির বাড়িতে দাওয়াত খেতে যায়। বিকালে বাড়ি ফেরার সময় চাঁদপুর- কুমিল্লা সড়কের বাকিলা বাজারের পশ্চিম দিকে তাদেরকে বহনকারি সিএনজি চালিত অটোরিক্সা উল্টে যায়। এতে মো: আলী, তার স্ত্রী মরিয়মসহ ছয় জন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাদের মধ্যে মো: আলীর অবস্থা আশংকাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয় । পরে রাতে তার অবস্থা বেগতিক দেখে ঢাকায় নেয়ার পথে রাতেই মারা যায় মো. আলী।
রোববার (১৮ আগস্ট) সকালে মৃত মো: আলীকে মধ্য বড়কুল মসজিদ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৮ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur