Tuesday, 02 June, 2015 12:55:15 AM
চাঁদপুর টাইমস, কচুয়া :
সদ্য ঘোষিত কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি পদ প্রত্যাখান করেছেন, সাচার গ্রামের অধিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু তিমির সেন গুপ্ত ।
স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিনি কমিটির এ পদ থেকে প্রত্যাখান করেন বলে সোমবার এক বিবৃতিতে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, নবগঠিত কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটি গঠনের পূর্বে আমাকে কিছই জানানো হয় নি। হঠাৎ করেই পত্রিকায় কমিটি ঘোষনা দেয়া এটার কোন যৌক্তিকতা আছে বলে আমার হয় না।
তিনি আরো বলেন, জেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়নি, তাই আমার বিনীত অনুরোধ কচুয়া উপজেলার প্রতিটি পূজা মন্দির ও প্রতিটি গ্রামের প্রতিদ্বদ্ধীদের নিয়ে জেলা কমিটির উপস্থিতিতে নতুন করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হোক।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur