চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কে অটোবাইকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উজ্জল (২০) নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপরে ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়,গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামের সেলাম ছৈয়ালের ছেলে উজ্জল মোটর সাইকেলের তেল নিতে পাম্পে আসার সময় ওঁই স্থানে অটোবাইকটি পেছন থেকে মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে উজ্জ্বল পড়ে গিয়ে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত কওে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা লাশ দাফন করতে চাইলে অনুমতি প্রদান করা হয়।
প্রতিবেদক- শিমূল হাছান, ৩০ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur