চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর সভার ২০১৯-২০ অর্থ বছরের ১৭ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮শ ৩৬ ছয়ত্রিশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ জুলাই (সোমবার) সকালে পৌর সভা কার্যালয়ে আয়োজিত সভায় এ বাজেট ঘোষনা করেন মেয়র মো. মাহফুজুল হক। বিভিন্ন তহবিলসহ অন্যান্য মিলে সর্বমোট বাজেট ১৭ কোটি ৩ লক্ষ ১৬ ষোল হাজার ৮শ ৩৬ ছয়ত্রিশ টাকা।
এ সময় মেয়র মাহফুজুল হক বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী পৌরসভা গঠনের লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছেন। তাছাড়া তৃনমূল পর্যায়ে রাস্তা – ঘাট, স্কুল- কলেজসহ অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সভা পরিচালনা করেন পৌর সভার সচিব মো. খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রকৌশলী নজরুল আসলাম চৌধুরী, প্যানেল মেয়র আ. মান্নান পরান, মোহাম্মদ হোসেন, জাকির হোসেন গাজী, সংরক্ষিত সদস্য খাদিজা বেগম আলেয়া, কুসুম বেগম, প্রেসক্লাবের সভাপতি এমকে মানিক পাঠান, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা আলহাজ¦ মো. রিয়াজ আহাম্মেদ ফরিদী প্রমুখ।
প্রতিবেদক- মো. শিমুল হাছান, ২৯ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur