Monday, 01 June, 2015 2:18:42 AM
স্টাফ করেসপন্ডেন্ট:
‘আমার-আপনার ইচ্ছা শক্তি থাকলে ধুমপান ছেড়ে দেয়া যায়। ধুমপান বা তামাকজাত ব্যবহার করলে শুধু নিজের ক্ষতি হয়না অন্যেরও ক্ষতি হয়। আমরা সচেতন হলেই এর থেকে দূরে থাকা সম্ভব। তামাকের বিষয়ে বিভিন্ন আইন আছে। অনেকের জেল জরিমানাও হয়। সবারই উচিত তামাকের বিরুদ্ধে স্বোচ্ছার হওয়া। আমরা আশা করি সবাই তামাকের বিপক্ষে কাজ করবে।’
রোববার চাঁদপুর সিভিল সার্জনের আয়োজনে নিজস্ব মিলনায়তনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদক ভূষিত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ মোজাম্মেল ভূঁইয়ার সভাপতিত্বে ও চাঁদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদক ভূষিত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, আত্ননিবেদিতার পরিচালক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, জেলা পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্টু, নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর স্বরস্বতী অধিকারী, চাঁদপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, মুক্তিযোদ্ধা সাতারু, সানাউল্যা খান, সিসিডিএসএর পরিচালক সেলিম পাটওয়ারী।
আলোচনা সভায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আধুনিক চাঁদপুর, সিসিডিএস, ডাব্লিউবিবি ট্রাস্ট, ইপসা, চাঁদপুর পরিবেশ সংরক্ষন আন্দোলন ও বাংলাদেশ তামাক বিরোধী জোট চাঁদপুর জেলা শাখার সহযোগিতায় চাঁদপুর নার্সিং ইন্সটিটিউট এর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur