হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে মো. ইয়াছিন আরাফাত নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির মাঈন উদ্দিনের ছোট ছেলে।
পারিবাররিক সূত্রে জানা গেছে, শিশু ইয়াছিন আরাফাত বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পুকুরের পানিতে ভেসে উঠে। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে শিশুকে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাকিলা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী।
স্পেশাল করেসপন্ডেন্ট, ১ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur