কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা ও কালির বাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাণ গ্রুপের বিক্রয় প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জের জুয়েল মোল্লার ছেলে জোবায়ের (২১) ও ফেনী জেলার কুমিড়া গ্রামের গিত্তলাল দাসের ছেলে শিমুল দাস (২০) এবং চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব ধনমুড়ির ওবায়েদুল্লাহর ছেলে নুরুল আলম জাবলু (৩৫)। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করেছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে জোবায়ের ও শিমুল সাইকেল যোগে মিয়াবাজার যাচ্ছিলেন।
পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তারা ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিমুল দাস মারা যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় জোবায়ের।
এদিকে একই উপজেলার কালির বাজার এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় নুরুল আলম জাবলু নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হন।
প্রতিবেদক- জাহাঙ্গীর আলম ইমরুল, ১৭ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur