চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে কৃষি ব্যাংকে চুরি হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।
রবিবার (১৪ জুলাই) বিকেল ৪টায় কৃষি ব্যাংকের ভল্ট কক্ষটি পরিদর্শন করেন এবং ব্যাংকের ম্যানেজার মো. আমির হোসেনসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে চুরি হওয়ার ঘটনা সম্পর্কে জানেন।
চুরির ঘটনার সাথে জড়িতের তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশস্ত করেন। এ সময় সাথে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, ইন্সপেক্টর তদন্ত মো. ইব্রাহিম খলিল। উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে মতলব বাজারের প্রাণকেন্দ্র (গণি মাস্টারের ভবন) এ অবস্থিত কৃষি ব্যাংক শাখার ভল্ট ভেঙ্গে ২৪ লক্ষাধিক টাকা ও কিছু প্রাইজ বন্ড লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ব্যাংকের নৈশপ্রহরী মোস্তফা (৪২) কে আটক করা হয়। এ ব্যাপারে ব্যাংকের ম্যানেজার মো. আমির হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১৪ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur