Home / সারাদেশ / কচুয়ায় উপ-নির্বাচনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল
vote
প্রতীকী ছবি

কচুয়ায় উপ-নির্বাচনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

চাঁদপুরের কচুয়ার সাচার ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ড পালাখাল মডেল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে রবিবার (৩০ জুন) বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিকের কার্যালয়ে প্রার্থীরা এ সব মনোনয়নপত্র জমা দেন।

সদস্য পদে জমাদান কারী প্রার্থীরা হচ্ছেন- সাচার ইউনিয়নে সংরক্ষিত আসনে মোর্শেদা বেগম, ঝর্ণা আক্তার ও শামছুন্নাহার বেগম। পালাখাল মডেল ইউনিয়নে ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস পাঠান, মো. শাহজাহান খান, মো.আলম খান, মামুনুর রশিদ মামুন ও মো.রফিকুল ইসলাম গাজী।

মনোনয়ন জমা দেয়ার পর প্রার্থীরা আগামি ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণায় নেমে পড়েছেন।

প্রসঙ্গত, সাচার ইউনিয়নে ২নং ওয়ার্ডে ভোটার রয়েছে ৫ হাজার ২৯ জন ও পালাখাল মডেল ইউনিয়নে ৮নং ওয়ার্ডে ভোটার রয়েছে ১ হাজার ৯শ ৬৭জন।

কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর ছিদ্দিক জানান,২টি ওয়ার্ডের উপ-নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

জিসান আহমেদ নান্নু
১ জুলাই ২০১৯