চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকা থেকে নাজমা বেগম (৩৬) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। নিখোঁজ গৃহবধূ ওই এলাকার শাহজালাল খানের স্ত্রী এবং টাঙ্গাইল জেলার সখিপুর থানার আব্দুল আজিজ মিয়ার কন্যা।
এ ঘটনায় গত ২৫ জুন নাজমা বেগমের স্বামী শাহ জালাল চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। জিডি নং ১২৯৫।
জিডি সূত্রে জানা যায়, গত ১৮ জুন নাজমা বেগম তার শিশু ছেলে, মেয়েকে রেখে পরিবারের সকলের অগোচরে কোথায় গিয়ে যেনো নিখোঁজ হয়ে যায়। এদিকে তার স্বামী এবং পরিবারের লোকজন তাকে পরিচিত সকল স্থানে এবং আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করেও কোথাও তার সন্ধ্যান না পেয়ে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়রি করেন।
নিখোঁজ হওয়ার সময় নাজমা বেগমের পরনে প্রিন্টের শাড়ি, কালো বোরকা ছিলো। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, স্বাস্থ্য মধ্যম আকৃতির, গায়ের রং ফর্সা,মুখ মন্ডল গোলাকার, সে আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ নিখোঁজ গৃহবধূর সন্ধ্যান পেয়ে থাকেন। তাহলে তার স্বামীর ব্যবহৃত ০১৭৫৫৩৮০৯৩০ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী শাহজালাল।
প্রেস বিজ্ঞপ্তি
২৬ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur