চাঁদপুর সদর উপজেলা শাহতলী এলাকা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এ. টি. আহমদ হোসেন রুশদীর ছোট ছেলে সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল হাশেম রুশদী ২৪ জুন চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) চাঁদপুর টাইমসে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানা যায়। এর আগে তিনি গেলো ১৯ জুন ঢাকা জর্জ কোর্ট থেকে জামিন পান।
প্রেস বার্তায় অভিযোগ করা হয় তার বিরুদ্ধে স্থানীয় একটি কুচক্রিমহল রাজনৈতিক প্রতিহিংসা মামলা করে এবং পুলিশ তাকে গ্রেফতার করে। জামিন পেয়ে তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে ১৫ জুন চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসেবে হাশেম রুশদীকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পুলিশ জানায় তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় অর্থ আত্মসাৎ চেক জালিয়াতির সি.আর ৩টি মামলার সাজা রয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ হোসেন ও ইয়াকুব আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে শাহতলী গ্রামের মৃত আহমেদ রুশদীর ছেলে আবুল হাশেমকে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় আটক করা হয়।
উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী জানান, আবুল হাশেম রুশদীর বিরুদ্ধে ২০১৬ সালের সিআর ৯৩ ও ৯৪ মামলায় চেক জালিয়াতির অপরাধে ১ মাস করে সাজা হয়েছে। একই বছরের সি.আর মামলা ১৭০ একই অপরাধে ৬ মাসের সাজা হয়েছে। এই সাজা হওয়ার পর আবুল হাশেম রুশদী পলাতক ছিলো।
প্রেস বিজ্ঞপ্তি
১৫ জুন