মাজার জেয়ারত করে বাড়ি ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা সড়কের মান্দারীপুর এলাকায় সিএনজি-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার এ ঘটনা ঘটে।
আহতরা জানায়, আলীগঞ্জ মাজার জেয়ারত করার পর একই পরিবারের ৫ জন চাঁদপুরে আসার উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা হয়। সদর উপজেলার মান্দারী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও অটোরিক্সা চালক গুরুত্বর আহত হয় ।
আহতরা হচ্ছেন মরিম আক্তার (৬), রুবি বেগম (২৮), কবির হোসেন (৩৫), শাহানারা বেগম (৩০), তারেক হোসেন (২৪)।
আহতের বাড়ী কুমিল্লা বড়ুরা এলাকায়। তারা ভোরে আলীগঞ্জ মাজারে এসে জেয়ারত শেষে চাঁদপুর শহরের বড় ষ্টেশন মোলহেডে ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। আহত অটোরিক্সা চালক রিয়াদ হোসেনের বাড়ী মহামায়ায়।
করেসপন্ডেন্ট
২৫ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur