‘সুন্দর আগামীর জন্য কাবিং’ এ শ্লোগানকে সামনে রেখে ৫ম জেলা কাব ক্যাম্পুরী-২০১৯ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ৮ উপজেলার অংশগ্রহণে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, স্কাউট কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক স্বপন কুমার দাস।
জেলা স্কাউটের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক দয়াময় হালদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, সারা বাংলাদেশে চাঁদপুর জেলা স্কাউট অনেক ভালো করছে। আজকের এ সুন্দর আয়োজন তার প্রমান। আমি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, এখানে যে শিশু-কিশোররা উপস্থিত রয়েছে তাদের সামনে জাতির জনকের সোনার বাংলা বির্নিমানের এক খন্ড বাংলাদেশ। একথা তাদের বুঝিয়ে দিতে হবে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই কোমলমতি শিশু-কিশোররা আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ হয়ে গড়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম।আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,
অনুষ্ঠানের শুরুতেই অমন্ত্রিত অতিথিদের স্কার্প ও ওয়াগল পরিয়েন দেয়া হয় এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে সমবেত স্বরে জাতীয় সংঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয়, স্কাউট ও উপজেলা স্কাউটের পতাকা উত্তোলন করা হয়। এর পর প্রার্থনা সংগীত গাওয়া হয়। সবশেষে চমৎকার ডিসপ্লে পরিবেশন করে স্কাউট সদস্যরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম
২২ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur