চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান গোল্ডেন মার্বেল ইন্ডাষ্টির সি ই ও (টাইলস) ব্যবসায়ী ও কাতারস্থ চাঁদপুর সমিতির প্রধান উপদেষ্টা সমাজসেবক, রাজনৈতিক মোঃ জালাল আহমেদকে বাংলাদেশ ফোরাম কাতার কতৃক আয়োজিত কর্পোরেট পুরস্কার নাইট অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আসুদ আহমেদ এর হাত সম্মাননা কেষ্ট গ্রহন করেন।
বুধবার (১৩ জুন) কাতার রাজধানী দোহার ক্রাউন প্লাজার হোটেলে বাংলাদেশ ফোরাম কাতার ( বিএফকিউ) কর্তৃক আয়োজিত“ কর্পোরেট পুরুস্কার নাইট অনুষ্ঠানে বি এফ কিউর সভাপতি কাতারের আলী বিন আলী গ্রুপের সিএফও ইফতেখার আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদুত আসুদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন কাতারস্থ চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, সাধারন সম্পাদক জি এম ওমর শরিফ টিটু,উপদেষ্টা মোঃ ইসমাইল মিয়া । এছাড়া কাতারের বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত চাকরিজীবী ব্যবসায়ী সহ কাতারের সেরা কয়েকটি কোম্পানির প্রতিষ্ঠানের দায়িত্বশী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বেশকয়টি প্রতিষ্ঠানকে পুরুস্কৃত করা হয়।
প্রতিবেদক- বিএম ইসমাইল
১৪ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur