পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা ও চ্ট্টগ্রামে কর্মরত চাঁদপুরের মানুষজন পরিবারের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপন উপলক্ষে লঞ্চ ও ট্রেনে অতিরিক্ত যাত্রী হয়ে গৃহে ফিরতে শুরু করেছে। গত ২ দিন ধরে চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখী স্পেশাল সহ ৬টি ট্রেনযোগে চাঁদপুরে আসতে শুরু করেছে।
এরইমধ্যে দক্ষিনাঞ্চলের যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, আমতলি, পাতারহাট, পয়সারহাট, রাঙ্গাবালি সহ দক্ষিনাঞ্চলীয় যেসব মানুষ চট্টগ্রামের গার্মেন্টসগুলোতে কর্মরত তারা ট্রেনেযোগে অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে চড়েও চাঁদপুরে আসতে শুরু করেছে।
চাঁদপুর লঞ্চ ঘাট থেকে তারা অতিরিক্ত যাত্রী হয়ে নিজ গন্তব্যে গৃহে ফিরতে শুরু করেছে। গতকাল সোমবার চঁাদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায় লঞ্চগুলোতে উপচে পড়া ভিড়।
টার্মিনালে যাত্রীর ভিড় সামাল দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসক ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এমনকি স্কাউট সদস্যরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীদের নিরাপদে বাড়ী পোছানোর জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি লঞ্চ মালিক পক্ষের প্রতিনিধি ও সুপার ভাইজারগণ দায়িত্ব পালণ করছে।
পবিত্র ঈদ-উল-ফিতরের বাকী এক দিন। শুক্র, শনি ও রবিবার সরকারি ছুটি হওয়ায় সোমবার একদিন অফিস খোলা থাকলেও অনেক সরকারি কর্মকর্তাাই ঈদের ছুটি নিয়ে পরিবার পরিজন সাথে করে বৃহস্পতিবার থেকে নারীর টানে চাঁদপুরের পথে ছুটে আসতে দেখা যায়। সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে যেসব লঞ্চ ছেড়ে এসেছে সেইসব লঞ্চে ধারণক্ষমতারও অনেক বেশি যাত্রী গাদাগাদি করে লঞ্চযোগে চাঁদপুরে এসেছে।
কয়েকজন যাত্রীর সাথে আলাপ করলে তারা জানায়, আমরা ঈদের ছুটি সহ ঈদুল ফিতরে ছুটি নিয়ে ঈদ উ্দযাপনের লক্ষ্যে গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে পালনের লক্ষ্যে এসেছি।
লঞ্চের স্টাফদের সাথে কথা বললে তারা জানান, আমরা আমাদের জাহাজগুলোর ওয়াটার লেভেল ক্রস করার আগেই যে যাত্রী পেয়েছি তা নিয়ে সরকারের নির্দেশনা মেনে ছেড়ে এসেছি। আমাদের জাহাজগুলোতে যে পরিমাণ যাত্রী ধারণ ক্ষমতা আমরা সে পরিমাণ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে এসেছি।
বেশ কয়েকজন যাত্রী আরও জানায়, চাঁদপুর লঞ্চ টামিণাল ঘাটে কুলিদের হয়রানি এখনোও বন্ধ হয়নি। আমরা লঞ্চ থেকে নামার পর আমাদের ব্যাগ লাগেজ নিয়ে কয়েকজন কমলা লঙের জামা পড়া লোক টানাহেচড়া শুরু করেছে। অন্যদিকে সিএনজি ও অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আমাদের কাছে নিজ গন্তব্যে যাওয়ার জন্য দাবি করছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
৩ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur