Home / চাঁদপুর / বৈরী আবহাওয়াতেও চাঁদপুরের ঈদ মার্কেট জমজমাট
Biponi Bitan Chandpur..

বৈরী আবহাওয়াতেও চাঁদপুরের ঈদ মার্কেট জমজমাট

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর শহরের শাড়ী, কসমেটিক্স, থ্রিপিচ সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান জমজমাট হয়ে উঠেছে। গত ২ দিন ধরে বৈরী আবহাওয়ার মাঝেও ঈদ-উল-ফিতরের বাকী আর মাত্র ১ দিন বাকি থাকতে শেষ মূহূর্তে মার্কেটগুলো জমজমাট হয়ে উঠেছে।

মার্কেটগুলোতে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ক্রেতা সাধারণকে মার্কেটগুলোতে দায়িত্ব কর্তব্য পালন করে নির্বিচারে চলাচলের সুযোগ করে দিচ্ছে। আর ক্রেতা সাধারন মার্কেটগুলোতে প্রশাসনিক লোক থাকায় সাচ্ছন্দ্যে তারা পদচারণা করতে পারছে।

গতকাল ৩ জুন চাঁদপুর শহরের মার্কেটগুলো ঘুরে দেখা যায়, বৈরী আবহাওয়ার মাঝেও কাপড় বিক্রির প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি ভিড় ছিল। শহর ও শহরতলীর এবং আশেপাশের উপজেলা থেকে ক্রেতা সাধারণ চাঁদপুর শহরে প্রবেশ করে বৃষ্টিতে ভিজে ঈদের আনন্দে তারা প্রথমে কাপড় বিক্রির প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করছে। সেখান থেকে তারা পরিবারের বয়স্ক লোকদের জন্য শাড়ী কাপড়, বয়ষ্ক পুরুষদের জন্য লুঙ্গি, তরুণীদের জন্য থ্রিপিচ ক্রয় করতে ব্যস্ত সময় পার করছে।

এছাড়া শহরের হাকিমপ্লাজা মার্কেটে প্রবেশ করে ক্রেতা সাধারণ তাদের পছন্দমত থ্রিপিচ, পাঞ্জাবী, টু পিচ, শার্ট, প্যান্ট, বাচ্চাদের পোশাক ক্রয় করছে। এই মার্কেটের কুয়াশা নামক দোকানটিতে ক্রেতা সাধারণ তাদের পছন্দমত সব বয়সী মানুষের পোশাক ক্রয় করতে দেখা গেছে।

এই প্রতিষ্ঠানের মালিক মোতালেব হোসেন মিলন জানান, আমরা বিগত বছরের ন্যায় এ বছও পুরুষ ক্রেতাদের জন্য বিভিন্নব্যান্ডের দেশী বিদেশী শার্ট তুলেছি। এমনকি বিভিন্ন ব্যান্ডের শিশুদের উন্নতমানের পোষাক তুলেছি। ক্রেতারা আমাদের কাছ থেকে নির্ধারিত মূল্যে পোশাক ক্রয় করতে পারছে।

শহরের মীর শপিং কমপ্লেক্সে ক্রেতার ভিড় কিন্তু কম নয়। এই মার্কেটের নবরূপা ট্যাক্সটাইলে ন্যায্য ও নির্ধারিত মূল্যে তরুণী ক্রেতারা তাদের পছন্দমত ৩টি থ্রিপিচ ৯৯৯ টাকা ও ১৫০০ টাকায় ক্রয় করতে পারছে। এরপরও ঈদের অফার হিসেবে ১০% মূল্য ছাড় দিয়েছে।

প্রতিষ্ঠানের মালিক মাসুদ হোসেন জানান, আমরা বিগত বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা রেখেছি। প্রতি থ্রি পিচই ১০% হারে মূল্য ছাড় দেওয়া হয়েছে। আমরা ক্রেতাদেরকে উন্নতমানের থ্রিপিচ দিতে পারছি।

অপরদিকে ফাতেমা এন্টারপ্রাইজে তরুণী ক্রেতারা তাদের পছন্দমত ইমিটেশনের গয়নাগাটি, কসমেটিক সামগ্রী ও ভ্যানেটিভিগ ক্রয় করতে ভিড় জমাচ্ছে। এ প্রতিষ্ঠানের মালিক ছোটন রাজ জানান, আমাদের এখানে দেশী বিদেশী সব ধরনের কসমেটিক্স, ভারতীয় ইমিটেশন গয়না এবং উন্নতমানের ভ্যানেটি ব্যাগ পাওয়া যাচ্ছে।

ক্রেতা সাধারণ আমাদের দোকান থেকে সুলভ মূল্যে এসব পণ্য ক্রয় করছে। আর ২/১ দিনের মধ্যে আমাদের বেচা বিক্রি বাড়বে বলে আমরা আশাবাদী। শহরের রেলওয়ে হকার্স মার্কেট, নিউ মার্কেট, পূরবী শপিং সেন্টার, মিয়া ম্যানশন, শেখ ম্যানশন, প্রিয়াঙ্গন মার্কেট সহ প্রতিটি মার্কেটে ক্রেতার ভিড় কম নয়।

তবে নিউ মার্কেটে নারী ক্রেতা সাধারণ কাপড় কিনতে বেশি ভিড় জমাতে দেখা গেছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
৩ জুন ২০১৯