চাঁদপুরের সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে চাঁদপুর ক্লাবের এ ইফতার চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একাংশ অংশগ্রহণ করে।
ইফতার অনুষ্ঠানের পূর্বে চাঁদপুরে আন্দোলন সংগ্রামে বিএনপি যেসকল নেতাকর্মী জীবন দিয়েছে তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার পুত্র আরাফাত রহমান কোকোসহ দলীয় নেতাকর্মীদের রহুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামগুর গাছতলা দরবারের পীর খাজা অলি উল্লাহ।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান গাজী, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসিম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া, সিনিয়র আইনজীবী আবু সালেহ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে শফিউদ্দিন আহমেদ বলেন, এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে খালেদা জিয়ার মুক্তি অপরিহায্য। কারণ আজ দেশে গণতন্ত্র নির্বাসিত। জনগণের ভোটের অধিকার হরণ করে বর্তমান সকার একের পর এক কলঙ্কিত অধ্যায় রচনা করে যাচ্ছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমাদের সকলেকে এগিয়ে যেতে হবে। আমরা দলে কোন বিভাজন চাইনা। আমি চাই দলে হয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। সকল বিবেদ ভুলে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা এক হলে চাঁদপুরের বিএনপি অতিতের ন্যায় আরো শক্তিশালী হবে।
করেসপন্ডেন্ট