Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু : আহত ৩
electricity-shock-death
প্রবাসী লিটনের নবনির্মিত ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু।

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু : আহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি ভবন নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক জসিম উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরো তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মে) ইফতারের পূর্ব মুহূর্তে হাজীগঞ্জ পশ্চিম বাজার মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন প্রবাসী লিটনের নবনির্মিত ভবনে এ ঘটনা ঘটে।

মৃত জসিম উদ্দিন হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের পাটওয়ারী বাড়ির আবু জাফর এর ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত তিনজনকে ভর্তি দেয়া হয়েছে। তারা হলেন পূর্ব হাটিলা গ্রামের পাটোয়ারি বাড়ি জাহাঙ্গীরের ছেলে শরীফ হোসেন (২২), টোরাগড় আজাদ সরকারের ছেলে রাজীব সরকার ও সিলেট জামালগঞ্জ উপজেলার আবুল হাসানাত (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কাজ শেষ করে ঢালাইয়ের মেশিন পানি দিয়ে পরিস্কার করতে ছিল। পাশে থাকা বৈদু্তিক মিটারের সাথে শ্রমিকরা সবাই দুর্ঘটনার শিকার হয়।

হাসপাতালের চিকিৎসক মো. আবু সাঈদ সুমন বলেন তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সবাই আশংকামুক্ত। হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান, জসিম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

করেসপন্ডেন্ট
৩০ মে ২০১৯