জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য কাউন্সিলের মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃষ্টি করবে তার দল। দেশবাসীর জন্য নতুন রাজনীতি নিয়ে আসেবে জাতীয় পার্টি আর সেই রাজনীতি হবে মানুষের জন্য।
রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে (মধুমিতা সিনেমা হলের পেছনে) জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত থাকার কথাও তিনি আসেননি।
জি এম কাদের বলেন, ‘সঠিক রাজনীতির মাধ্যমে জাতীয় পার্টি এগিয়ে যাবে। সেই জাতীয় পার্টির মালিক হবে জনগণ, কোনো ব্যক্তিবিশেষ নয়। মানুষের কল্যাণে রাজনীতি করেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’
তিনি বলেন, ‘আসন্ন কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টি শক্তিশালী হবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি। ঢাকায় জাতীয় পার্টির রব উঠবে।’
একই সভায় নেতাকর্মীদের কাউন্সিল সফল করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেছেন, ‘পল্লীবন্ধু নিজেই মাঠে-ময়দানে ঘুরে দলকে সংগঠিত করছেন। জাতীয় কাউন্সিলের জন্য রাতদিন পরিশ্রম করছেন। তিনি নিজেই কাউন্সিলের সব তদারকি করছেন। তার নেতৃত্বে কাউন্সিল সফল হবে। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন।’
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।
নিউজ ডেস্ক : আপডেট ১২:১৪ পিএম, ০৯ মে ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur