আসন্ন ঈদুল ফিতরে বৈদেশিক রেমিট্যান্স প্রদানে চাঁদপুরের ব্যাংকগুলো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। চাঁদপুরের সোনালী,অগ্রণী ,জনতা ,কৃষি ও ইসলামী ব্যাংকের সকল শাখায় প্রবাসীদের পাঠানো টাকা সহজ, দ্রুত ও হয়রানী ব্যতীত তাদের গ্রাহকদের হাতে কাংখিত সেবা পৌঁছাতে প্রতিটি ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া
হয়েছে।
চাঁদপুরে অবস্থিত সোনালী, অগ্রণী, জনতা, কৃষি ও ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় সূত্রে মঙ্গলবার (২১ মে) এ তথ্য জানা গেছে ।
প্রাপ্ত সূত্র মতে, দেশের বাহিরে অবস্থিত বিভিন্ন অর্থ লেনদেনকারী ব্যাংক ও এজেন্সিগুলো গ্রাহকদের বৈদেশিক রেমিট্যান্স প্রদানে সার্বিক ব্যবস্থাসহ বিশেষ বিশেষ উপহার বা গিফট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। কোনো কোনো ব্যাংক শাখায় বিশেষ বা আলাদাভাবে বুথ খুলে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের মূখ্য আঞ্চলি কর্মকর্তা রাজ্জাকুল হায়দার চৌধুরী চাঁদপুর টাইমসকে বলেন,‘ চাঁদপুরের সকল কৃষি ব্যাংকের শাখা বৈদেশিক রেমিট্যান্স প্রদানে গ্রাহকদের সেবায় সকল প্রকার ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। এ ব্যাপরে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ আদায় ও জামানত সংরক্ষণে এ মাসে ব্যবস্থা নিয়েছে। বকেয়া আদায়েও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আগামি মাসে হবে ‘মধু মেলা।’
অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক গীতা মজুমদার চাঁদপুর টাইমসকে এ ব্যাপারে বলেন,‘ আসন্ন ঈদে ও পবিত্র রমজানে প্রবাসীদের টাকা গ্রাহকদের কাছে ১ মিনিটির মধ্যেই পৌঁছাতে নির্দেশ রয়েছে। দ্রুত টাকা পরিশোধে বিভিন্ন এজেন্সিগুলো খুবই আন্তরিক। তারা গ্রাহকদের জন্যে বিশেষ পুরস্কারের ব্যবস্থা নিয়েছে। ঝামেলা এড়াতে বিশেষভাবে আলাদা বুথ রাখা হচ্ছে। গ্রাহকদের হাতে টাকা প্রদানে কোনো প্রকার বিঘœ যেন না হয় চাঁদপুরের ২১ অগ্রণী ব্যাংকের শাখা কর্মকর্তাগণ এ ব্যাপারে তৎপর রয়েছেন।’
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘মৃত বা অসহায় কিংবা গরীব ব্যাক্তিদের সুদ মওকুফের ব্যবস্থা রয়েছ্।ে উঠোন বৈঠক করেও ঋণ আদায় অব্যাহত রয়েছে।’
সোনালী ব্যাংকের এজিএম নিখিল চন্দ্র নন্দী বলেন,‘ ঈদুল ফিতরে উপলক্ষে রেমিট্যান্স প্রদানে সোনালী ব্যাংক সর্বদাই আন্তরিক। ইতোমধ্যেই শাখায় শাখায় বিভিন্ন প্রকার ব্যানার টানানো হয়েছে। বিভিন্ন এজেন্সির প্রাইজ আমরা গ্রাহকদের প্রদান করছি।’
জনতা ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার মো.মুসফিকুর রহমান চাঁদপুর টাইমসকে বলেন ,‘ আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীদের কষ্টার্জিত টাকা তাদের আত্মীয় স্বজনরা খুব দ্রুত, সহজে ও কোনো প্রকার হযরানী ব্যতীত যাতে পেতে পারে জনতা ব্যাংক সেই উদ্যোগ নিয়েছে। সব সময় শাখাগুলোতে মনিটরিং করা হচ্ছে। ৫ মে থেকে ৩ জুন পর্যন্ত জনতা ব্যাংক‘রেমিট্যান্স সেবা ২০১৯’ পালন করে যাচ্ছে।এ ক্ষেত্রে কোনো কর্মকর্তার অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে ব্যাংক।’
ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার অপারেশন ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মো.শহিদ উল্লাহ চাঁদপুর টাইমসকে বলেন,‘ ঈদ উপলক্ষে ইসলামী ব্যাংক চাঁদপুর রেমিট্যান্স বিষয়ে গুরুত্ব দিয়ে আলাদা বুথের মাধ্যমে এ সেবা নিশ্চিত করেছে। ১২ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রেরিত‘ রেমিট্যান্স সেবা ’ প্রদান করে আসছে।’
প্রসঙ্গত ,২০১৮-২০১৯ অর্থ বছরের জানুয়ারি-ডিসেম্বর বা জুলাই-ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র চাঁদপুরের সোনালী,অগ্রণী,জনতা ও কৃষি ব্যাংক বৈদেশিক রেমিট্যান্স অর্জন করেছে ১,১৭২ কোটি টাকা।
সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে,সোনালী ব্যাংকের ২০ টি শাখায় জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক রেমিট্যান্স অর্জন করে ৩০৪ কোটি ৭২ লাখ টাকা । কৃষি ব্যাংকের ২৮ টি শাখায় জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাভ করেছে বৈদেশিক রেমিট্যান্স অর্জন করে ১৮ কোটি ৩৩ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের ২১ টি শাখায় জানুয়ারি- ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক রেমিট্যান্স অর্জন করে ৫৮২ কোটি ৬৭ লাখ টাকা। জনতা ব্যাংকের ১৭ টি শাখায় জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক রেমিট্যান্স অর্জন করে ২৬৬ কোটি ৩০ লাখ টাকা ।
চাঁদপুরের জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় সূত্র মতে জানা গেছে,মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদপুরের ২ লাখ ৫০ হাজার শ্রমজীবী কাজ করছেন। তাঁরা নিজ নিজ কর্মস্থল থেকে রেমিট্যান্স তাদের নিকটতম স্বজনদের কাছে ব্যাংকের শাখার মাধ্যমে প্রেরণ করে।
চাঁদপুরের প্রবাসীরা প্রতি মাসে এ সব রেমিট্যান্স বিভিন্ন অর্থলগ্নি আন্তর্জাতিকভাবে ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিভিন্ন এজেন্সির মাধ্যমে এ সব রেমিট্যান্স প্রেরণ করে থাকে। কোনো কোনো ব্যাংক কেবলমাত্র গোপন একটি পিন নাম্বারের মাধ্যমেও অর্থ লেনদেন করছে এবং টাকা দিচ্ছে ।
প্রতিবেদক : আবদুল গনি
২১ মে ২০১৯ /strong>
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur