চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এস.এস.সি পরীক্ষায় ২৮টি বিদ্যালয়ের মধ্যে ৩ হাজার ৬৩জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬১২জন। জিপিএ-৫ পেয়েছে ৭৬জন।
গড় পাশের হার ৮৫.২৭ শতাংশ। দাখিল পরীক্ষায় ১৬টি মাদ্রাসার মধ্যে ৬২৮জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৭৫জন। জিপিএ-৫ পেয়েছে ১১জন। গড় পাশের হার ৭৫.৬৩ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যামতে জানা যায়, এস.এস.সি পরীক্ষায় ২৮টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে চারটি প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে হযরত শাহ্জালাল উচ্চ বিদ্যালয়ে ১৪৭জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশের হার শতভাগ, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে ১২৫জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার শতভাগ,
কাঁচিয়ারা উচ্চ বিদ্যালয়ে ৪২জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার শতভাগ এবং আলহাজ¦ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ১৪৪জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫জন, পাশের হার শতভাগ।
এদিকে এই উপজেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ বিদ্যালয় থেকে ৩২৮জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩৭জন, জিপিএ-৫ পেয়েছে ১৫জন, পাশের হার ৭২.২৬ শতাংশ।
এছাড়া মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৯জন, জিপিএ-৫ পেয়েছে ১৩জন, পাশের হার ৭৮.০১ শতাংশ। নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে ২১২জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৮জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন, পাশের হার ৮৮.৬৭ শতাংশ।
বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে ১২১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৬৬.১১ শতাংশ। মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে ২০৫জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৫জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাশের হার ৮০.৪৮ শতাংশ। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ৭০জনের মধ্যে পাস করেছে ৫৭জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৮১.৪২ শতাংশ।
বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮১জনের মধ্যে পাস করেছে ৬৭জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৮২.৭১ শতাংশ। বহরী উচ্চ বিদ্যালয়ে ৫০জনের মধ্যে পাস করেছে ৩৫জন, পাশের হার ৭০ শতাংশ।
নওগাঁও উচ্চ বিদ্যালয়ে ৮১জনের মধ্যে পাস করেছে ৫১জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৬২.৯৬ শতাংশ। দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে ৯৬জনের মধ্যে পাস করেছে ৯২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৫.৮৩ শতাংশ। আশি^ণপুর উচ্চ বিদ্যালয়ে ১২৭জনের মধ্যে পাস করেছে ১২১জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, পাশের হার ৯৫.২৭ শতাংশ।
লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে ৯৩জনের মধ্যে পাস করেছে ৭৯জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাশের হার ৯৫.৬৯ শতাংশ। কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ১৩৭জনের মধ্যে পাস করেছে ১১৩জন, পাশের হার ৮২.৪৮ শতাংশ। ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে ৬৯জনের মধ্যে পাস করেছে ৬৫জন, পাশের হার ৯৪.২০ শতাংশ। কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ে ৭৪জনের মধ্যে পাস করেছে ৭১জন, পাশের হার ৯৫.৯৪ শতাংশ। আধারা উচ্চ বিদ্যালয়ে ৯৭জনের মধ্যে পাস করেছে ৯৫জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পাশের হার ৯৭.৯৩ শতাংশ।
নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৬জনের মধ্যে পাস করেছে ৭৫জন, পাশের হার ৮৭.২০ শতাংশ। কাচিয়ারা স্কুল এন্ড কলেজে ৭৩জনের মধ্যে পাস করেছে ৭২জন, পাশের হার ৯৮.৬৩ শতাংশ।
আদর্শ স্কুল মতলবে ৫৭জনের মধ্যে পাস করেছে ৩৫জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, পাশের হার ৬১.৪০ শতাংশ। পয়ালী কে.বি.এম উচ্চ বিদ্যালয়ে ৯৭জনের মধ্যে পাস করেছে ৮৩জন, পাশের হার ৮৫.৫৬ শতাংশ। দিঘলদী এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে ৪৬জনের মধ্যে পাস করেছে ৩৯জন, পাশের হার ৮৪.৭৮ শতাংশ। লামচরি উচ্চ বিদ্যালয়ে ৫২জনের মধ্যে পাস করেছে ৪৪জন, পাশের হার ৮৪.৬১ শতাংশ। ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৫১জনের মধ্যে পাস করেছে ২৮জন, পাশের হার ৫৪.৯০ শতাংশ।
দাখিল পরীক্ষায় মতলব দারুল উলূম ফাজিল মাদ্রাসায় ৫৯জনের মধ্যে পাস করেছে ৫৬জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, পাশের হার ৯৪.৫১ শতাংশ। ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসায় ৭৯জনের মধ্যে পাস করেছে ৫০জন, পাশের হার ৬৩.২৯ শতাংশ। নন্দিখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ৩৪জনের মধ্যে পাস করেছে ১৬জন, পাশের হার ৪৭.০৫ শতাংশ। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসায় ৪৭জনের মধ্যে পাস করেছে ৪৪জন, পাশের হার ৯৩.৬১ শতাংশ।
কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৪৩ জনের মধ্যে পাস করেছে ৩০জন, পাশের হার ৬৯.৭৬ শতাংশ। খর্গপুর ফাজিল মাদ্রাসায় ৫৬জনের মধ্যে পাস করেছে ৫২জন, পাশের হার ৯২.৮৫ শতাংশ। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসায় ৩২জনের মধ্যে পাস করেছে ২৬জন, পাশের হার ৮১.২৫ শতাংশ। ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫৭জনের মধ্যে পাস করেছে ৪৪জন, পাশের হার ৭৭.১৯ শতাংশ। কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় ৫১জনের মধ্যে পাস করেছে ৪০জন, পাশের হার ৬৮.৪৩ শতাংশ।
দক্ষিণ করবন্দ দাখিল মাদ্রাসায় ৩২জনের মধ্যে পাস করেছে ২৭জন, পাশের হার ৮৪.৩৭ শতাংশ। ঘোড়াধারী দাখিল মাদ্রাসায় ২০জনের মধ্যে পাস করেছে ১৯জন, পাশের হার ৯৫ শতাংশ। দিঘলদী দাখিল মাদ্রাসায় ১৬জনের পাস করেছে ১৫জন, পাশের হার ৯৩.৭৫ শতাংশ। পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসায় ২৮জনের মধ্যে শতভাগ পাস করেছে।
বদরপুর দাখিল মাদ্রাসায় ৫৬জনের মধ্যে পাস করেছে ২০জন, পাশের হার ৩৫.৭১ শতাংশ। নাগদা মহিলা দাখিল মাদ্রাসায় ১জনের মধ্যে ১জনই পাস করেছে এবং রসুলপুর আননিছা দাখিল মাদ্রাসায় ১৭জনের মধ্যে পাস করেছে ৭জন, পাসের হার ৪১.১৭ শতাংশ।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
৭ মে ২০১৯