Home / চাঁদপুর / চাঁদপুরের ৪০ গ্রামে আজ থেকে রোজা শুরু
Haji mosque
ফাইল ছবি

চাঁদপুরের ৪০ গ্রামে আজ থেকে রোজা শুরু

সৌদির সাথে মিল রেখে ২৪ এপ্রিল শুক্রবার থেকে রোজা রাখছেন চাঁদপুর জেলার ৪০ গ্রামের মানুষ। ভোর রাতে সেহরী খেয়ে সৌদি আরবের সাথে মিল রেখে সেহরিও খেয়েছেন।

১৯২৮ সালে হাজিগঞ্জ উপজেলার সাদ্রা দরবারের মরহুম পীর মাওলানা ইসহাক (রহঃ) প্রথম বাংলাদেশে এ মতটি চালু করেন। পরবর্তীতে তাঁর অনুসারী হয়ে এসব অঞ্চলের মুসলমানগন চাঁদ দেখার উপর নির্ভরশীল প্রতিটি ধর্মীয় উৎসব সৌদি আরবের সাথে মিল রেখে পালন করে থাকেন।

চাঁদপুরের প্রায় ৪০ গ্রামের মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে এমন রীতি অনুসরন করে আসছেন। এ বিষয়ে ব্যাখ্যা চাঁদপুর টাইমসকে ব্যাখ্যা দিয়েছেন মরহুম মাওলানা ইসহাক খানের ছেলে মাওলানা আবু বক্কর।

ব্যাখ্যাতে তিনি দাবি করেন সারাদেশে বর্তমানে প্রায় এক কোটি মুসলমান সৌদির সাথে মিল রেখে রোজা রাখছেন। শুধু সাদ্রা পরী অনুসারী নয়, দেশে এখন বিভিন্ন হুজুরের অনুসারীরাও সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখছেন।

তিনি আরো বলেন, গত দুইদিন ধরে আমরা নফল রোজা রেখে আসছি। রোজা থেকে রমজানের চাঁদ দেখার কথা কিতাবে আছে। তাই আমরা নফল রোজা রেখেছি। রবিবার তারাবির নামায পড়েছি। ভোর রাতে সেহেরী খেয়ে সোমবার প্রথম রোজা রাখা শুরু করবো।

চাঁদপুরের চার উপজেলার ৪০টি গ্রামের মানুষ সোমাবর থেকে রোজা শুরু করবেন। গ্রামগুলোর অধিকাংশ মুসলিম রবিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোজা শুরু করেন।

এ মতে অনুসারী গ্রামগুলো হলো সাদ্রা, বলাখাল, মনিহার, অলিপুর, বড়কুল, শমেশপুর, ঝাঁকনি, রামচন্দ্রপুর, প্রতাপুর, বেলচোঁ, উভারামপুর, সুরঙ্গচাল ও গোবিন্দপুর। ফরিদগঞ্জের গ্রামগুলো হলো সাচনমেঘ, ভূলাচৌ, বিঘা, বাছপাড়া, খিলা, ওড়তলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নোয়ারহাট, বাশারা, পনিসাইর, কামতা, পাইকপাড়া, কাইতারা, টোরামুন্সীরহাট, মূলপাড়া, বদরপুর, তেলিসাইর। মতলবের গ্রামগুলো হলো আশ্বিনপুর, নায়েরগাঁও, পাঁচানী, দশানী, মোহনপুর, এখলাসপুর ও বেলতলী এবং কচুয়ার কয়েকটি গ্রাম।

প্রসঙ্গত সৌদি আরবের রীতি অনুসরণে এক দিন আগে রোজা ও ঈদ পালন করে আসছেন সাদ্রা পীর মরহুম মাওলানা ইসহাক খানের অনুসারীরা। ১৯৩১ সালে প্রথম হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের সাদ্রা গ্রামে এ রীতি চালু করেন তিনি।

চাঁদপুর টাইমস রিপোট,২৪ এপ্রিল ২০২০