শাড়ি, ব্লাউজ, লুঙ্গি, গামছা ও পাঞ্জাবী এ ৫ টি পোশাককে শনিবার (৪ মে) দুপুরে বাঙালির জাতীয় পোশাক করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন কর্মচারী।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। বিল্লাল হোসেন মৃধা নামে ওই ব্যক্তি ঢাবি’র ৪র্থ শ্রেণির কর্মচারীর দায়িত্বে আছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ আমরা কোমলমতি ছোট্ট শিশুদের বর্ণমালা শিক্ষাদানের সময় জাতীয় ফুল, ফল,মাছ , পশু-পাখি ও আরো অনেক কিছু শিখিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় সেখানে জাতীয় পোশাকের কথা উল্লেখ নেই। বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর পার হলেও ঐতিহ্যগত বস্ত্রের কথা কারও মনে জাগ্রত হয়নি।’
তিনি আরো বলেন,‘ সার্কভুক্ত দেশ নেপাল ভুটান সকল রাষ্ট্রগুলো তাদের নির্দিষ্ট ঐতিহ্যগত পোশাক পরিধান করে বিভিন্ন দেশ ভ্রমণ করে। আমরাও জাতীয় পোশাক পরিধান করে বিশ্ব ভ্রমণ করতে চাই।
বিল্লাল হোসেন মৃধা বলেন,‘ আমাদের মুক্তিযুদ্ধে নর-নারী মুক্তিযোদ্ধারা লুঙ্গী, গামছা শাড়ি ব্লাউজ পরিধান করেই গেরিলাযুদ্ধ ও রণসঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন।
তিনি ঔ পাঁচটি পোশাককে জাতীয় করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তিনি পাঁচটি পোশাককে জাতীয়করণ করতে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন। সেগুলো মধ্যে-এসব পোশাক বাঙালির পূর্ব পুরুষের ঐতিহ্য, ছেলে-মেয়েরা বিদেশী সংস্কৃতি ও পোশাকের প্রতি অতিমাত্রায় ঝুঁকছে ইত্যাদি উল্লেখযোগ্য।
বার্তা বিভাগ
৪ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur