বিয়ের প্রলোভন দেখিয়ে পরকীয়া প্রেমিকাকে এক বছর ধরে ধর্ষণ করার অভিযোগে কাউছার হোসেন (২৮) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৪ এপ্রিল) দুপুরে ওই শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়। জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।
ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে। ওই গ্রামের খলিল মিয়া বেপারী বাড়ির মো. শাহজামালের মেজু ছেলে শিক্ষক কাউছার হোসেন। সে হাজীগঞ্জ পৌরসভার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন মঙ্গলবার দিবাগত রাতে কাউছার হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ওই বাড়ির মো.জাকির হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস জান্নাত (২৪) বাদী হয়ে হাজীগঞ্জ থানা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
বাদী জান্নাতুল ফেরদাউস জান্নাত বলেন, বিয়ের পর থেকে স্বামী জাকির হোসেন দাম্পত্য জীবনে সুখ দিতে পারেনি। তাই দুই বছর পূর্বে কাউছারের সাথে কথা-বার্তা হয়। এক বছর ধরে তার সাথে শারিরিক সর্ম্পক গড়ে উঠে। সে আমাকে বিয়ে করবে বলে আমি স্বামী জাকির হোসেনের ঘরে পড়ে থাকি। এখন আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি।
জান্নাতের বাবার বাড়ী কচুয়া উপজেলার পরানপুর গ্রামে। তার বাবা বলেন, ‘মেয়েকে এখন আমাদের বাড়িতে নিয়ে রাখবো।’
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে কাউছার হোসেনকে গ্রেফতার করা হয়।’
স্পেশাল করেসপন্ডেট
২৪ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur