চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ‘সততা সংঘ’ -এর জন্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দু’লাখ ২৪ হাজার ৪শ’ টাকা প্রদান করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে এ টাকা তুলে দেয়া হয়।
দুদক সূত্রে জানা গেছে, কমিশন কর্তৃক গঠিত সততা সংঘ সমূহকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আলোচনাক্রমে প্রতিটি সংঘের ২ হাজার ২শ’ টাকা করে বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে বিতর্ক প্রতিযোগিতার জন্যে ৭শ’, রচনা প্রতিযোগিতায় ৭শ’, সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭শ’ ও আনুসাংগিক ব্যয় ১শ’ টাকা নির্বাহ করা হবে।
যথাযথভাবে এ দায়িত্ব পালনে দুর্নিতি দমন কমিশনের সহকারী পরিচালক ও সহকারী পরিদর্শককে মনোনিত করা হয়। নির্দেশনা অনুযায়ী বিকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচিব প্রধান শিক্ষকগণের হাতে নগদ ২২০০ টাকা তুলে দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ। অ্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশন এর সহকারী পরিচালক এইচ আখতারুজ্জামান, চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম, উপজেলা সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা এ্যাকাডেমিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
করেপন্ডেন্ট, ফরিদগঞ্জ
১৭ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur