স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার প্রতিপাদ্য বিষয় নিয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বাস্থ্য দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৬ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করা হয়।
মতলব দক্ষিণে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহমুদুল হাসান সুমন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষকলীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আ. লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ত.ম বোরহান উদ্দিন, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা,
খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্লাহ সায়েদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা আ. লীগের সাংগনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার ডা. এনামুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১৬ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur