Home / চাঁদপুর / সাড়ে ৩ হাজার আর্সেনিকমুক্ত নলকূপ বসাচ্ছে চাঁদপুর জনস্বাস্থ্য বিভাগ
tubewel
ফাইল ছবি

সাড়ে ৩ হাজার আর্সেনিকমুক্ত নলকূপ বসাচ্ছে চাঁদপুর জনস্বাস্থ্য বিভাগ

চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ চাঁদপুরের মতলব দক্ষিণ ব্যতীত ৭ উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে চলতি অর্থবছর থেকে নতুনভাবে সাড়ে ৩ হাজার আর্সেনিকমুক্ত নলকূপ বসাচ্ছে। যা ২০২০-২১ অর্থবছর পর্যন্ত চলমান থাকবে।

বর্তমানে সরকারের ঘোষিত আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীন চাঁদপুরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ চাঁদপুর জেলার ৭ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহামুদুল কবির মঙ্গলবার (১৬ এপ্রিল) চাঁদপুর টাইমসকে বিষয়টি জানান।

প্রাপ্ত তথ্য মতে, জেলার ৭ উপজেলার ইউনিয়নসমূহে সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানগণের তালিকা অনুপাতে ও যারা ৭,০০০ টাকার নির্ধারিত সরকারি ট্রেজারি চালান জমা দিয়েছেন তাদের বাড়িতেই গ্রামীণ মানুষের নিরাপদ পানি সরবরাহে আর্সেনিকমুক্ত নলকূপ বসানো হচ্ছে। এরইমধ্যে বিপুল সংখ্যক পাইপ জনস্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ে এসে পৌঁছেছে ।

এদিকে ২০১৯-২০ অর্থবছরের শুরুতেই চাঁদপুর জেলার সব উপজেলার ইউনিয়নসমূহের সকল নলকূপগুলো ২০০৩ সালের মত জরিপ বা পূবেই থেকে বসানো নলকূপগুলো আর্সেনিক‘মুক্ত ’ না ‘যুক্ত’ তা’পরীক্ষা-নিরীক্ষা করার কাজ শুরু করবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। জরিপের ফলাফল অনুযায়ী সংশ্লিষ্ঠ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহামুদুল কবির জানান ,বর্তমানে সকলের জন্যে নিরাপদ পানি সরবরাহের জন্যে সরকার ৩ বছর মেয়াদী এ প্রকল্পটি গ্রহণ করেছে। নলকূপ বসানো হলে চাঁদপুরে নিরাপদ পানির আর সমস্যা থাকবে না।

প্রতিবেদক: আবদুল গনি
১৬ এপ্রিল,২০১৯