চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে চাঁদপুর পল্লী বিদ্যুতের আওতায় ১শ’ ৫০টি নতুন পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বিকালে সহদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলেক্ষে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন পাটওয়াী দুলালের সভাপতিত্বে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ অলি, কচুয়া উপজেলা নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,জেলা পরিষদ সদস্য ও প্যালেন চেয়ারম্যান রওনক আরা রত্না, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামীণীগের সাধারন সম্পাদক প্রত্যাশী মো. তৌহিদুল ইসলাম মুন্সী, ইউপি সদস্য হান্নান মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল, ২০১৯