Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বরদিয়া কাজী সুলতান উবির ভিত্তিপ্রস্তুর উদ্বোধন
borodia-kazi-high-school

বরদিয়া কাজী সুলতান উবির ভিত্তিপ্রস্তুর উদ্বোধন

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ফলেই আজ সারাদেশে শিক্ষার বিপ্লব ঘটেছে।

দেশে এখন আর নিরক্ষতা নেই বললেই চলে। ছেলে মেয়েদেরকে কষ্ট ভোগ করে পড়লেখা করতে হয়না বলেই দেশে শিক্ষা ব্যবস্থার ব্যপক পরিবর্তন হয়েছে।

গত ১২ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, আ’লীগের সরকার শুধু শিক্ষা বিভাগে উন্নয়ন করেনি, সকল বিভাগের উন্নয়ন হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ছাড়াও ব্রীজ, কালভার্টসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ হয়েছে বলেই বাংলাদেশেকে উন্নয়নের রোল মডেল বলা হয়। উন্নয়ন কর্মকান্ডে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বক্তৃতার শুরুতেই তিনি অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ কাজী সুলতানের রেখে যাওয়া সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

অত্র বিদ্যালয় ম্যানেজিং সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. ফাইম ইকবাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য কাজী মো. সাইফুদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন। আলোচনার পর্বে ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি।

পরে তিনি মরহুন আলহাজ্জ কাজী সুলতানের কবর জিয়ারত করেন এবং মিলাদ মাহফিল ও কুলখানিতে অংশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের আহব্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন-জামান,সাংগঠনিক সম্পাদক, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা যুবলীগের আহব্বায়ক মো. জহির সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১২ এপ্রিল, ২০১৯