সমাজসেবামূলক আলোচিত সংগঠন‘ মানবিক ঢাকা সোসাইটি’ চাঁদপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান আদিম তামিজ হক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদশার স্বাক্ষরিত পত্রে হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি’কে জেলা আহবায়ক করে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন-আহবায়ক ইফরান ফাল্গুন বিল্লাল,শংকর চন্দ্র বর্ধন, আহমেদ সুজন প্রধানীয়া, সদস্য সাদ্দাম হোসেন, ইয়াকুব ভূঁইয়া, আহসান হোসেন অপু, ইমাম হোসেন, শাহরিয়ার সুমন, সৈকত মিজি, মাঈনউদ্দিন মানিক, সাজ্জাদ হোসেন, অভি পাটওয়ারী,কাউসার হামিদ, সোহাগ মজুমদার,শরিফুল ইসলাম, অপু দাস, নেয়ামত উল্যাহ ও মাহফুজর রহমান।
জহিরুল ইসলাম জয়
১০ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur