Tuesday, 26 May, 2015 10:33:17 PM
মোঃ মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর):
চাঁদপুরের শাহরাস্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, বেইস ও করফুলেন্নেছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ড. এম.এ ছাত্তারের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
২৬ মে মঙ্গলবার সকাল ১১ টায় করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে পঞ্চগ্রাম ড. শামছুল হক গণ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে স্মৃতি চারণ ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানুর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক একেএম মাহবুবুল হকের সঞ্চালনায় স্মৃতি চারণ করেন পঞ্চগ্রাম ড. শামছুল হক গণ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাসুম ইকবাল, নাওড়া পরিবার পরিকল্পনা বিভাগের ডা. কাজী ফিরোজ আনোয়ার, মেহের উত্তর ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য মোঃ হাবিব উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রশিদ মুপতি, মোঃ আনোয়ার হোসেন মুপতি, মোঃ হাসেম মুপতি, মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, মোঃ আলী ইমাম প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় সাবেক শিক্ষক মাওলানা ফজলুল হক ও পঞ্চগ্রাম বেইস শিশু নিকেতনের সহকারী শিক্ষক মোঃ মোতালেব হোসাইন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur