চাঁদপুর কচুয়ায় ঘুগড়ার বিলে সোমবার(৮ এপ্রিল) সকালে ঘাস কাটতে গিয়ে মোসলিম মিয়া নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে।
নিহত কৃষক মোসলেম মিয়া (৫৫) একই উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন মোল্লা জানান, আজ সকালে কৃষক মোসলেম মিয়া বাড়ীর পূর্ব পাশ্বের বিলে গরুর জন্য ঘাস কাটতে যায়।
এসময় হঠাৎ আকাশে বিজলীর এক পর্যায়ে বজ্রপাতে মোসলিম মিয়ার শরীরের পেছনের ও বিভিন্ন অংশ ঝলসে যায়। বজ্রপাতে তার স্ত্রী লিলুফা বেগম (৫০) ও গুরুতর আহত হয়।
এদিকে বজ্রপাতে নিহত কৃষক মোসলিম মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি আহত স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৮ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur