চাঁদপুর ফরিদগঞ্জে সাচিয়াখালী গ্রাম থেকে সালাহউদ্দিন রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ও নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
রোববার(৭ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এলাকার চিহ্নিত এবং পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি সালাহউদ্দিন রাজু দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। আজ ভোরে তার নিজ বাড়িতে ইয়াবার চালান নিয়ে অবস্থান করছে রাজু- এমন গোপন তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাজুকে আটক করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করেছে, তার মাদক কারবারের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাঁর দাবি, রাজুর সঙ্গে জড়িত চক্রটিকে আটক করা গেলে ফরিদগঞ্জে মাদক কেনাবেচা অনেকটা বন্ধ করা সম্ভব হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জের সাচিয়াখালী গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে সালাহউদ্দিন রাজু দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা ধরনের মাদক কারবারের সাথে জড়িত।
স্টাফ করেসপন্ডেট
৭ এপ্রিল,২০১৯